বুধবার, ১৪ অক্টোবর, ২০০৯

জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিল, ২০০৯ জাতীয় সংসদে সর্বসম্মতভাবে পাস হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বিলটি সংসদে তোলার পর এটি সর্বসম্মতভাবে পাস হয়।
তবে প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের কোনো শরিক দল এ সময় সংসদে উপস্থিত ছিল না।
বিলটি পাসের ফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাঁদের সন্তানেরা আজীবন বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা পাবেন। এ আইনের আওতায় তাঁদের প্রত্যেকের জন্য নিরাপদ ও সুরক্ষিত আবাসনের ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধাও থাকবে।
এর আগে ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার শেষ সময়ে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিল-২০০১ সংসদে পাস হয়েছিল। তবে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট ক্ষমতায় গিয়ে অষ্টম সংসদে বিলটি বাতিল করে দেয়

সোমবার, ২০ এপ্রিল, ২০০৯

BanglaGolpo | OnubadGolpo| SeraGolpo| ChotoGolpo